জঙ্গিবাদকে আশ্রয় দিয়েছেন তারেক : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ অভিযোগ করেছেন, তারেক রহমান জঙ্গিবাদ ও উগ্রপন্থীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ অভিযোগ করেন।
হানিফ বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করেন। কুখ্যাত রাজাকার গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে নাগরিক অধিকারসহ যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছেন। এতে ৩০ লাখ শহীদের আত্মাকে অপমান করেছেন জিয়াউর রহমান। আর তারেক রহমান হাওয়া ভবনে থেকে দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। বিএনপি- জামায়াত জোট বিশ্বের দরবারে পরপর পাঁচ বার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে জাতিকে কলঙ্কিত করেছে।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম ফারুক পিংকু সভাপতি ও নূর উদ্দিন চৌধুরী নয়ন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য বীর বাহাদুর, ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংসদ সদস্য এ কে এম শাহ্জাহান কামাল, আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা সংগঠক খালেদ মোহাম্মদ আলী, পৌরসভার মেয়র আবু তাহের, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, এমএ মমিন পাটওয়ারী, উবায়দুর মোক্তাদির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রমুখ।