সংঘর্ষের পর বরিশাল মেডিকেলে রাজনীতি স্থগিত
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ভাস্কর সাহা। আজ মঙ্গলবার দুপুরে তিনি এ ঘোষণা দেন।
গতকাল সোমবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে পুলিশ। এ ঘটনার পর থেকে কলেজটিতে আপাতত পরিস্থিতি শান্ত হলেও এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।
অধ্যক্ষ বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কলেজের সার্বিক পরিস্থিতি ও শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আপাতত কিছুদিনের জন্য সব ধরনের ছাত্ররাজনীতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের অনুপের কর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ১ নম্বর হোস্টেলে হামলা চালায়। এ সময় সেখানে অবস্থানরত ছাত্রলীগের ইমরানের কর্মীরা অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে প্রতিহত করে। এতে পুলিশের উপপরিদর্শক ফরিদ, ছাত্রলীগের ইমরানের পক্ষের সাজিদসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে আটজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।