খালেদা জিয়ার আবেদনের শুনানি কাল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/03/photo-1425389976.jpg)
দুর্নীতির দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদনটির ওপর শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের পক্ষে তৃতীয় বিশেষ জজ আদালতে আবেদনটি জমা দেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত তৃতীয় বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বেলা আড়াইটার দিকে এ বিষয়ে শুনানি করবেন বলে জানানো হয়েছিল। কিন্তু পরে তা পিছিয়ে আগামীকাল বুধবার নিয়ে যাওয়া হয়।
সানাউল্লাহ মিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, শুনানির সময় খালেদা জিয়া উপস্থিত থাকবেন না।
গত ২৫ ফেব্রুয়ারি বুধবার বেলা পৌনে ১১টার দিকে মামলা দুটিতে করা জামিন আবেদন নামঞ্জুর করে খালেদা জিয়াসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।
রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী এ আদালতে মামলা দুটির বিচার চলছে। এ দুই মামলায় সর্বশেষ গত বছরের ২৪ ডিসেম্বর আদালতে হাজিরা দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। এ পর্যন্ত ৫৫ কার্যদিবসে সাতবার হাজিরা দিয়েছেন তিনি। এর মধ্যে আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে হাজিরা দেন তিনবার। গত বছরের ২৪ নভেম্বর খালেদা জিয়ার অনুপস্থিতিতেই শুরু হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ।
অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে জিয়া অরফানেজ ও ২০১১ সালে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা করে দুদক। মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ মোট আসামি নয়জন।
এদিকে বিচারকের প্রতি আস্থা না থাকার কারণ দেখিয়ে তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক পরিবর্তনের জন্যও হাইকোর্টে একটি আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। ৫ মার্চ, বৃহস্পতিবার এই আবেদনের ওপর শুনানির কথা রয়েছে।