মেঘনা সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ দিকে এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় জানা না গেলেও পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা সাড়ে ১১ দিকে আনুমানিক ১৯ বছরের এক নারী মেঘনা সেতুর ওপর থেকে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে নদীতে থাকা জেলেরা তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় নারীদের সহায়তায় তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গজারিয়া থানার উপপরিদর্শক মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে নারীটির নাম জানা যায়নি। তবে সে সুস্থ হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাঁর ঠিকানা ও ঘটনার কারণ জানা যাবে বলে জানান।