চারদিন ‘নিখোঁজ’ থাকা বিএনপি নেতা জেলহাজতে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/24/photo-1448377453.jpg)
চারদিন নিখোঁজ থাকার পর আজ মঙ্গলবার ভোরে থানায় সোপর্দ করা রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডল ওই বিএনপি নেতার জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আজ ভোরে মোজাফফর হোসেনকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩-এর একটি টহল দল।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহাফুজার রহমান জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে রংপুর র্যাব ১৩-এর একটি টহলদল রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেনকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় ঘোরাফেরা করার সময় আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাঁকে লালমনিরহাট থানায় দায়ের করা ৫৪ ধারা ও রংপুর কোতোয়ালি থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডলের আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক মোজাফফরের জামিনের আবেদন নামঞ্জুর করে লালমনিরহাট জেলা কারাগারে পাঠিয়ে দেন।
গত ১৯ নভেম্বর ভোররাতে র্যাব পরিচয়ে রংপুর নগরীর শালবনের বাসা থেকে মোজাফ্ফর হোসেনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে টেলিফোনে মোজাফ্ফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন জানান, চারদিন ধরে মোজাফ্ফর হোসেনের কোনো খোঁজ পাননি তাঁরা। খবর পেয়ে আজ সকালে লালমনিরহাট সদর থানায় স্বামীর সঙ্গে দেখা করেছেন তিনি।
তবে মোজাফ্ফর হোসেনের পরিবারের অভিযোগের বিষয়ে গত কয়েক দিন র্যাবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি।