চট্টগ্রামে এসে ডা. গৌতম খাস্তগীরের স্বপ্নপূরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/24/photo-1448381000.jpg)
ভারতে গত ১৫ বছর ধরে কোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবৃত্তি চালু করতে চেষ্টা করছেন তিনি। কিন্তু লাল ফিতার দৌরাত্ম্যে এখন পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেননি। তবে বাংলাদেশে এসে নিজের স্বপ্নপূরণের পথে অনেকটাই এগিয়ে গেছেন তিনি।
যার কথা বলা হচ্ছে তিনি ডা. গৌতম খাস্তগীর। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাস্তগীর পরিবারের সন্তান তিনি। তাঁর পূর্বপুরুষ অন্নদা চরণ খাস্তগীরের প্রতিষ্ঠিত ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৯০৭ সাল থেকে চট্টগ্রামের নারী শিক্ষার প্রসারে বিরাট ভূমিকা রেখে চলেছে।
এই স্কুলেই নিজের নামে মেধাবৃত্তি চালু করতে চলেছেন উপমহাদেশের সেরা গাইনি রোগ বিশেষঞ্জ ডা. গৌতম খাস্তগীর।
আজ মঙ্গলবার বিকেলে জামাল খান রোডের ডা. খাস্তগীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে ডা. গৌতম খাস্তগীর মেধা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডা. গৌতম কথা বলেন।
গৌতম খাস্তগীর জানান, এই ফাউন্ডেশনের আওতায় ডা.খাস্তগীর স্কুলকে কলেজে রুপান্তর, স্কুলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন এবং লাইব্রেরিতে আরো বেশি বই সংযোজনে সহযোগিতা করা হবে। এ ছাড়া এ স্কুলের যে শিক্ষার্থীরা চিকিৎসক হবেন তাঁদের জন্য ভারতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার ইচ্ছে প্রকাশ করেন তিনি।
এই মেধা ফাউন্ডেশন এ বছর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৭ জন মেধাবী ছাত্রীকে চার লাখ টাকার বৃত্তি দিয়েছে। এখন থেকে প্রতি বছরই এই বৃত্তি দেওয়া হবে।
শিক্ষার্থীদের জন্য অর্থ বড় প্রয়োজন উল্লেখ করে ডা. গৌতম খাস্তগীর বলেন, ১৯৮১ সালে মেডিকেল কলেজে পড়ার সময় তিনি তাঁর বাবাকে হারান। সেই সময় বেশ অর্থকষ্টে পড়ে যায় তাঁদের পরিবার। অনেক নিকট আত্মীয় মুখ ফিরিয়ে নেন। তাঁর এক কাকা সেই সময় ব্যাংক থেকে ১০ হাজার টাকার ঋণের ব্যবস্থা করে দেন। সেদিন তিনি উপলব্ধি করেছিলেন ছাত্রজীবনে অর্থ কত প্রয়োজন। সে দিন থেকে মানব সেবার ব্রত নিয়েছিলেন বর্তমানে ভারতের সফল বিশেষজ্ঞ চিকিৎসক ডা. গৌতম খাস্তগীর।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শাহজাহান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডা. গৌতম খাস্তগীরের স্ত্রী ড. অপর্ণা খাস্তগীর, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরফরাজ খান বাবুল, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজ উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, মুক্তিযোদ্ধা অমলেন্দু সরকার ও স্কুলের প্রধান শিক্ষক হাসমত জাহান বক্তব্য দেন।
এ সময় এ বি এম মহিউদ্দিন চৌধুরী ডা. গৌতম খাস্তগীর মেধা ফাউন্ডেশনে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।