জলঢাকার মেয়র জাপা থেকে আ. লীগে
নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ সময় আরো চার কাউন্সিলরসহ জাতীয় পার্টির পাঁচ শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। ইলিয়াস হোসেন বাবলু জলঢাকা উপজেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।
আওয়ামী লীগে যোগ দেওয়া অন্য চার কাউন্সিলর হলেন ২ নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ রায়, ৩ নম্বর ওয়ার্ডের মোশফেকুর রহমান চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ডের মোশফেকুর রহমান ও ৮ নম্বর ওয়ার্ডের রণজিৎ কুমার রায়।
যোগদান শেষে পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে। মেয়র আওয়ামী লীগের অঙ্গসংগঠন কৃষক লীগের সদস্য হয়েছেন।
জাতীয় পার্টি থেকে আসা নেতাকর্মীদের যোগদান উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে জলঢাকা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি থেকে আসা নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পাশাপাশি কৃষক লীগের সদস্যপদ প্রদান করেন।
যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষক লীগের পৌর সভাপতি মোখলেছুর রহমান সঞ্জু, কৃষক লীগ নেতা আশরাফ আলী, রইসুল হক বাবলু, মানিক প্রমুখ।
উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান এনটিভি অনলাইনকে জানান, এখন থেকে মেয়র ইলিয়াছ হোসেন বাবলু কৃষক লীগের হয়ে কাজ করবেন।

মো. মোস্তফা আবিদ, নীলফামারী