খাগড়াছড়ি ও মাটিরাঙায় প্রথম দিন মনোনয়নপত্র কিনলেন ৭৬ জন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/26/photo-1448549148.jpg)
আসন্ন পৌরসভা নির্বাচনের মনোনয়ন বিক্রির প্রথম দিনে আজ বৃহস্পতিবার ৭৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।
এরমধ্যে খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সমারী চাকমা ও ব্যবসায়ী দীপায়ন চাকমা এবং সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনজন মনোনয়নপত্র কিনেছেন।
মাটিরাঙায় মেয়র পদে বিএনপি নেতা বাদশা মিয়া এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন মনোনয়নপত্র কিনেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।