অপদ্রব্য দেওয়া চিংড়ি ও জাটকা জব্দ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/04/photo-1425450805.jpg)
খুলনার খানজাহান আলী সেতু এলাকা থেকে অপদ্রব্য দেওয়া বাগদা চিংড়ি ও জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম আলাউদ্দিন নয়ন জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসার খানজাহান আলী সেতুসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাছ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে এক হাজার কেজি কেমিক্যাল (প্লাস্টিকের বল) পুশ করা চিংড়ি ও ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ ছাড়া আটক করা হয় মাছ পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ (খুলনা মেট্রো নম্বর ১১-০৬৩৫)।
কোস্টগার্ডের চোরাচালানবিরোধী চলমান এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা আলাউদ্দিন নয়ন।
এর আগে একই এলাকা থেকে গত ২৩ ফেব্রুয়ারি প্রায় সাড়ে ১২ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় থ্রিপিস ও থানকাপড় জব্দ করে কোস্টগার্ড।