ঝিনাইদহে জামায়াত-বিএনপির ১১ কর্মী আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/28/photo-1448709007.jpg)
ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় আটক ব্যক্তিদের মধ্যে আটজন সদর থানায়। ছবি : এনটিভি
ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় জেলার ছয়টি উপজেলা থেকে জামায়াত-শিবির ও বিএনপির ১১ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবির ও বিএনপির ১১ কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।