পুত্রবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গৃহবধূ শাম্মী আকতার সেমি হত্যা মামলার আসামি তাঁর শ্বশুর মোজাম্মেল হককে (৫১) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার উপজেলার বুদইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, চলতি বছরের গত ১০ ফেব্রুয়ারি জেলার পাঁচবিবি উপজেলার আয়মা-সোনারপাড়া এলাকায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর স্বামী ও শ্বশুর যোগসাজশ করে ঘুমের মধ্যে ওই গৃহবধূকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনার পর থেকে তাঁরা আত্মগোপন করেন। আজ শ্বশুরকে গ্রেপ্তার করা হয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট