আগুন-সন্ত্রাসীদের হালাল করার চক্রান্ত করবেন না : তথ্যমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/28/photo-1448732451.jpg)
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যেসব বুদ্ধিজীবী সংলাপ, সমঝোতা ও মিটমাটের ফরমুলা ফেরি করে বেড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে বলব এ ফরমুলা দিয়ে যুদ্ধাপরাধী আর আগুন-সন্ত্রাসীদের হালাল করার চক্রান্ত করবেন না।
শনিবার রাতে ফেনী সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত সুশীলসমাজের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আগুন-সন্ত্রাস ও নাশকতার মধ্যেও জনগণ, প্রশাসন ও উদ্যোক্তাদের বলিষ্ঠ ভূমিকার কারণে নির্বাচনী প্রক্রিয়া ও সংবিধান গতিশীল রেখেছি। খালেদা জিয়া জামায়াত-বিএনপি জোট পরাজয়ের ভয়ে সংসদকে অকার্যকর করার ষড়যন্ত্র করেন। হেফাজতে ইসলামকে হাত করে দেশে নাশকতা করে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। হেফাজতে ইসলামকে নিয়ে ঢাকা দখলের চক্রান্ত করেন।’
মতবিনিময় সভায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী দুপুরে মিজান ময়দানে জাসদের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।