জয়পুরহাটে বিশেষ অভিযানে ৪৩ জন আটক
জয়পুরহাটের পাঁচ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের পাঁচ কর্মী রয়েছেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে ৩৮ জনকে আজ রোববার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানায় জেলা পুলিশ সুপারের কার্যালয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট