পঞ্চগড় মুক্ত দিবস পালন
১৯৭১ সালের ২৯ নভেম্বর শত্রুমুক্ত হয়েছিল পঞ্চগড়। এ উপলক্ষ্যে শহীদদের বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ।
গতকাল রোববার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান এতে নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলার বিভিন্ন এলাকার শত শত মুক্তিযোদ্ধা অংশ নেন। শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাজমুল হক প্রধান।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম দুলালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক, সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) কফিলউদ্দিন, জাসদ নেতা মুক্তিযোদ্ধা আবদুল মজিদ বাবুল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, আইয়ুব আলী প্রমুখ ।
১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে সীমান্ত জেলা পঞ্চগড়কে শত্রুমুক্ত করে উড়িয়ে দেন স্বাধীন বাংলাদেশের পতাকা।
১৯৭১ এর ১৭ এপ্রিল পঞ্চগড় দখল করে পাকিস্তানি সেনারা। দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর যৌথবাহিনীর প্রবল আক্রমণে হানাদার বাহিনী পিছু হটে।