ফেনী থেকে ইয়েস কার্ড নিয়ে ঢাকায় রাঁধতে আসছেন দুজন
রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ-২০১৬ প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন ফেনীর দুই প্রতিযোগী। আজ সোমবার ফেনীতে অনুষ্ঠিত বাছাইপর্বের তৃতীয় ধাপে উত্তীর্ণ হয়ে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছেন রোকসানা আক্তার ও খালেদ রাব্বানী নামের দুজন। এ ছাড়া আরো একজন রয়েছেন অপেক্ষমাণ তালিকায়।
আজ ফেনীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বাছাইপর্বের প্রথম ধাপে ৪২ প্রার্থীর মধ্যে ১০ জন দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত হন। এই ১০ জনের মধ্যে দুজন পুরুষ ও আটজন নারী প্রতিযোগী ছিলেন। দ্বিতীয় ধাপে ছিল বিষয়ভিত্তিক রান্না প্রতিযোগিতা।
নির্ধারিত বিষয় ৩০ মিনিট সময়ের মধ্যে রান্না শেষ করেন প্রতিযোগীরা। নির্ধারিত সময় শেষে দুই প্রতিযোগীকে ইয়েস কার্ড দেন বিচারকরা। এ ছাড়া একজনকে অপেক্ষমাণ তালিকায় রাখেন। ইয়েস কার্ড পাওয়া রোকসানা আক্তার ও খালেদ রাব্বানী ঢাকায় প্রতিযোগিতার পরের পর্বে অংশ নেবেন।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গতবারের চ্যাম্পিয়ন উম্মে কুলসুম ও গতবারের প্রথম রানারআপ জেবুননেছা খান।
অনুষ্ঠানে এনটিভির প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র, ডেইলি স্টারের জিএম (পাবলিকেশন) সামছুল হুদা সেলিম ও বাংলাদেশ অ্যাডিবল অয়েল লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।