মস্তিষ্কে রক্তক্ষরণে চবি শিক্ষার্থীর মৃত্যু
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম সাকিব (২২) মারা গেছেন। গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাকিব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে।
পরিবার ও বন্ধুদের সূত্রে জানা যায়, সাকিব কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতা সত্ত্বেও তিনি ফুটবল খেলেছিলেন। এরপর ধীরে ধীরে তার শরীর খারাপ হতে থাকলে কয়েকবার বমি করেন। দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
চমেকের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই সাকিবের মৃত্যু হয়েছে। ছোট কোনো আঘাত থেকেও এমনটা হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সরওয়ার্দী এই অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)