মাদারীপুরে পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত
মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় আজ মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় জিহাদ সরদার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এর প্রতিবাদে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
রাজৈর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানিয়েছে, সাধুর ব্রিজ এলাকার সামাদ সরদারের প্রথম শ্রেণি পড়ুয়া ছেলে জিহাদ সরদার (৭) আজ সকালে স্কুলে যাচ্ছিল। সকাল ৮টার দিকে পথে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল করছে।