বরফ গলছে রাজপুত্রের, মনোনয়ন নিলেন জাবেদ রেজা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/01/photo-1448990081.jpg)
বরফ গলছে বান্দরবান জেলা বিএনপির সভাপতি রাজপুত্র সাচিংপ্রু জেরীর। বান্দরবান পৌরসভা নির্বাচনে জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও বর্তমান মেয়র মোহাম্মদ জাবেদ রেজাবিরোধী কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন তিনি।
‘আমার পাঠানো প্রস্তাবনা মোতাবেক দলীয় মনোনয়ন দেওয়া হবে’ এ ধরনের মনোভাব থেকে সরে গিয়ে মেয়র প্রার্থীদের দলীয় মনোনয়নের বিষয়টি বিএনপির নীতিনির্ধারকদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন জেরী। এরই মধ্যে জাবেদ রেজা বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন, জেলা বিএনপির বর্তমান সভাপতি সাচিং প্রু জেরীর সঙ্গে ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজার দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিল। বিরোধের কারণে তৃণমূলের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে জনপ্রিয়তা থাকার পরও বর্তমান মেয়র জাবেদ রেজাকে বাদ দিয়ে বিকল্প প্রার্থী হিসেবে জেলা কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইসলামের নাম পাঠান তিনি।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ বলেন, ‘বান্দরবান পৌরসভায় মোহাম্মদ জাবেদ রেজা বিএনপির পক্ষে মেয়র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেন্দ্রীয়ভাবে তাঁকে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘তৃণমূলের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে নেওয়া সভাপতি জেরীর সিদ্ধান্ত গ্রহণযোগ্য হয়নি। এ রকম মনোভাবের কারণে জেলা সভাপতি সাচিংপ্রু জেরীর অবস্থান দলের মধ্যে দুর্বল হচ্ছে।’
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী বলেন, ‘নির্বাচন সংক্রান্ত জেলা বিএনপির সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইসলামের জীবনবৃত্তান্ত মেয়র প্রার্থীর মনোনয়নের জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠানো হয়েছিল। কেন্দ্রীয়ভাবে নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত হবে।’
জাবেদ রেজা কীভাবে বিএনপির পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রশ্নের জবাবে জেরী বলেন, ‘হয়তো কেন্দ্রীয়ভাবে গ্রিন সিগন্যাল পেয়েছে। তবে বিষয়টি আমার জানা নেই। কেন্দ্রীয়ভাবে যাকে মেয়র পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিবে সে-ই চূড়ান্ত প্রার্থী হবে। কিন্তু দলীয়ভাবে নেওয়া কোনো সিদ্ধান্তের চিঠি এখনো আমার হাতে পৌঁছায়নি।’
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, বিএনপির পক্ষে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ জাবেদ রেজা। আওয়ামী লীগের পক্ষে ইসলাম বেবী এবং জাতীয় পার্টির (জাপা) হয়ে মিজানুর রহমান বিপ্লব মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া আজ মঙ্গলবার পর্যন্ত কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।