মুন্সীগঞ্জে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০টি গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে নিজ বাড়ি থেকে মো. বিল্লাল শেখ (৩০) নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার এসব তথ্য দেন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র ব্যবসায়ী মো. বিল্লাল শেখকে গ্রেপ্তার করা হয়।তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
বিপ্লব বিজয় তালুকদার বলেন, অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকায় গত মঙ্গলবার অস্ত্র উদ্ধার অভিযানে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলিসহ মেহেদী হাসান অংকন ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধেও সদর থানায় একটি অস্ত্র মামলা করা হয়েছে।