আখাউড়া পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জনের মনোনয়নপত্র দাখিল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডে ৪২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহস্পতিবার আখাউড়া পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হলেন তাকজিল খলিফা কাজল, বিএনপির প্রার্থী হাজি মন্তাজ মিয়া। স্বতন্ত্র প্রার্থীরা হলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন আব্দু, মো. সালাহ উদ্দিন চৌধুরী, মশিউর রহমান বাবুল ও মো. সোহেল।