শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল বন্ধ
ঘনকুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আজ শুক্রবার ভোররাত ৪টা থেকে ফেরি চলাচল ব্ন্ধ করা হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঘনকুয়াশায় কিছু দেখা না যাওয়ায় ভোররাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শিমুলিয়া থেকে কাওরাকান্দির উদ্দেশে ছেড়ে যাওয়া এবং কাওরাকান্দি থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে আসা আটটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে। এসব ফেরিতে শতাধিক ট্রাক, দূরপাল্লার বাস, প্রাইভেট কার ও তিন শতাধিক যাত্রী রয়েছেন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, ফেরি চলাচল বন্ধ হওয়ায় পারাপারের জন্য শিমুলিয়া ঘাট এলাকায় আটকেপড়া যানবাহনগুলোর পারাপারে কিছুটা বেশি সময় লাগবে।