জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা : মন্ত্রী
আগামী জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শুক্রবার বিকেলে জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী আরো জানান, যাঁরা আর্থিকভাবে অসচ্ছল তাঁরা এখন থেকেই সব হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
মোজাম্মেল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে নিষিদ্ধের দাবি করা হয়েছে। দাবি করতে হবে না, শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, অল্প সময়ের মধ্যেই জামায়াতের রাজনৈতিক অধিকার বাতিল করা হবে। মুক্তিযোদ্ধাদের সন্তান ও স্বজনরা যাতে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত না হয়, সে বিষয়ে সব মুক্তিযোদ্ধাকে সতর্ক থাকতে হবে।’
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘যারা ধর্মের নামে মানুষ হত্যা করে, মসজিদে গুলি করে মুয়াজ্জিন হত্যা করে, তারা মুসলমান হতে পারে না। সব পথ বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি-জামায়াত মানুষ হত্যার পথ বেছে নিয়েছে।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুল হক চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীরবিক্রম।