কান্তজিউর রাস মেলায় ককটেল বিস্ফোরণ, আহত ১০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/05/photo-1449288398.jpg)
দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউর রাস মেলায় গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
urgentPhoto
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাস মেলার একটি যাত্রামঞ্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় যাত্রা চলছিল এবং যাত্রামঞ্চেই তিনটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।
এ ঘটনার পর আজ শনিবার সকালে দিনাজপুরের জেলা প্রশাসক মো. মীর খায়রুল আলম, পুলিশ সুপার (এসপি) মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় কাহারোল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে। এ ছাড়া মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মেলা কমিটির সভাপতি তরিকুল ইসলাম জানিয়েছেন, রাসমেলা উপলক্ষে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ১টার দিকে প্রচণ্ড শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হয়। এ সময় মঞ্চে অবস্থান করা মানুষ আহত হয়।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশের উপস্থিতিতেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে শনিবার ভোর পর্যন্ত চেষ্টা করেও কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনায় গুরুতর আহত ছয়জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ককটেল বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সৈয়দপুরের বাসিন্দা মিঠু (৩০), কাহারোল উপজেলার বাসিন্দা সাইদুর (২৫), জব্বার (২৮), লালমনিরহাটের বাসিন্দা সাধন (৩৫), রংপুরের বাসিন্দা মোছাদ্দেক (২৩) ও বীরগঞ্জের বাসিন্দা উমাকান্ত রায় (২২)।