দাঁড়ানো ট্রাককে বাসের ধাক্কা, চালকের সহকারী নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাস চালকের সহকারী (হেলপার) নিহত হন। এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হন।
আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কেওটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাস চালকের সহকারীর নাম মাসুম খান (৩৫) ।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান এনটিভি অনলাইনকে জানান, আপন পরিবহনের যাত্রীবাহী বাসটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কেওটিয়া বাসস্ট্যান্ডে একটি মালবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। বাসটি এসে পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে রাস্তার পাশে ঢালু জমিতে গিয়ে পড়ে।
বাসটি হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।