মাগুরায় সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী

মাগুরায় কৃতী সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী উপলক্ষে আজ শনিবার স্থানীয় নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি : এনটিভি
নানা আয়োজনে মাগুরায় কৃতী সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার স্থানীয় নোমানী ময়দান থেকে সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে পুনরায় নোমানী ময়দানে এসে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য দেন মাগুরা জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ তারিকুল ইসলাম তারিক, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরীফুল ইসলামসহ জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা।
সাবেক ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়রা সন্ধ্যায় সৈয়দ আতর আলী লাইব্রেরি চত্বরে স্মৃতিচারণা করবেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।