মুন্সীগঞ্জে কৃষকের দগ্ধ লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক কৃষকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ভুইড়া গ্রামে একটি আলুর ক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত কৃষক ধীরেণ সরকারের (৫৭) বাড়ি ওই গ্রামেই। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিরাজিখান থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১০টার দিকে নিজের আলুর ক্ষেতে ওষুধ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। দুপুর ২টার দিকে কয়েকজন এলাকাবাসী ক্ষেতে পুড়ে যাওয়া খড়ের গাদায় তাঁর পোড়া লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেন তাঁরা।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, ধীরেণ আলুক্ষেতে ওষুধ দিতে খড় দিয়ে আগুন জ্বালিয়েছিলেন। কিন্তু আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে আগুনে পড়ে দগ্ধ হয়ে মারা যান তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।