জঙ্গিবাদের উর্বর ভূমিতে পরিণত করছে সরকার : মাহবুব
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, গণতন্ত্রকে নির্বাসিত করে দেশকে জঙ্গিবাদের উর্বর ভূমিতে পরিণত করছে সরকার। পৌর নির্বাচনকে গণতন্ত্র ফিরিয়ে আনার একটি সুযোগ বলে মনে করেন তিনি।urgentPhoto
আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান বলেন, ‘আজকে যে নির্বাচন কমিশন, যে নির্বাচন চালনা করবে তার নিরপেক্ষতা নিয়ে অনেক অনেক বড় বড় প্রশ্ন রয়েছে। তাকে (নির্বাচন কমিশন) বলা হচ্ছে যে এটা সরকারের একটা ক্যাডার বাহিনী বা তার একটা অঙ্গসংগঠন। তো এই নির্বাচন কীভাবে অবাধ হবে, সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এটা তার (নির্বাচন কমিশন) জন্য একটা অগ্নিপরীক্ষা।’
বিএনপির এই নেতা আরো বলেন, পৌর নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনের পরিণতি সরকারকে ভোগ করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘পাকিস্তানের পাঞ্জাবের সংসদে বাংলাদেশকে নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তিনি গণতন্ত্রের মানসপুত্র শহীদ হোসেন সোহরাওয়ার্দীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘আজ তাঁর ৫২তম মৃত্যুবার্ষিকী। তাঁকে শ্রদ্ধার মধ্য দিয়ে বলতে চাই তিনি যেমন গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, আমাদেরও সেভাবে দেশপ্রেমিক হয়ে গণতন্ত্রের পথে হাঁটতে হবে।’
মাহবুবুর রহমান যেকোনো মূল্যে আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে কেউ যাতে কেন্দ্র দখল করতে না পারে সে জন্য সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান ও এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়া সম্রাট, এনডিপির সভাপতিমণ্ডলীর সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি বাবু সুরঞ্জন ঘোষ, ফারুক হোসেন রুদ্র, সাইফুল ইসলাম প্রমুখ।