‘বাদশা গ্যাং বি প্রিপেয়ার্ড’
রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও তাঁর নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয়েছে।
ছাত্রমৈত্রীর দুই কর্মী রাকিন আবসার অর্ণব ও তৌহীদ উদ্দিন বিদ্যুতের মুঠোফোনে আজ শনিবার দুপুর ১টা ৩১ মিনিটে পৃথক দুটি খুদেবার্তা (এসএমএস) পাঠানো হয়। তাতে লেখা ছিল, ‘বাদশা গ্যাং বি প্রিপেয়ার্ড।’
এ ব্যাপারে ফজলে হোসেন বাদশা জানান, এমন বার্তা তাঁর ও ওয়ার্কার্স পার্টির কর্মীদের জন্য হুমকিস্বরূপ। ওই দুই বার্তায় তাঁকে ও তাঁর দলের কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, হুমকির ঘটনায় ছাত্রমৈত্রীর কর্মী রাকিন আবসার অর্ণব ও তৌহীদ উদ্দিন বিদ্যুৎ সন্ধ্যায় থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ৩০৫ ও ৩০৬। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।
গত ৩০ নভেম্বর আনসার আল ইসলাম নামের একটি সংগঠনের নামে চিঠি পাঠিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ রাজশাহীর আট বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই চিঠিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন, কথাশিল্পী হাসান আজিজুল হক, রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াত ও দৈনিক সানশাইন পত্রিকার প্রকাশক ইউনুস আলীকেও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় পৃথক ডায়েরি হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।
পরদিন ১ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনকে দপ্তরে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয় আনসার আল ইসলাম।

শ. ম সাজু, রাজশাহী