পঞ্চগড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত পঞ্চগড়ে আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতি ও তিনটি শ্রমিক সংগঠন যৌথভাবে এই পরিবহন ধর্মঘট আহ্বান করে।
পরিবহন ধর্মঘটের ফলে জেলার অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো যানবাহনও পঞ্চগড় থেকে ছেড়ে যায়নি।
পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আপেল মাহমুদ এনটিভি অনলাইনকে বলেন, ‘মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করার জন্য এর আগে একাধিকবার জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু বিষয়টি তারা আমলে নেয়নি। ফলে বাধ্য হয়ে আমাদের পরিবহন ধর্মঘট আহ্বান করতে হয়েছে।’
এদিকে, পরিবহন ধর্মঘটে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।