উত্তরায় জেএমবি সন্দেহে তিনজন গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/06/photo-1449380703.jpg)
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ প্রাথমিকভাবে তাদের পরিচয় জানায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলামের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
ডিবি কর্মকর্তা জানান, এ সময় তাদের কাছ থেকে প্রচুর জিহাদি বই উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।