কুড়িগ্রামে ২০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুড়িগ্রামের তিনটি পৌরসভায় যাচাই-বাচাইয়ের শেষ দিনে দুই মেয়র পদপ্রার্থীসহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
উলিপুর পৌসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী আবু সাইদ ও বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী আব্দুর রাজ্জাক, কাউন্সিলর পদে পাঁচজন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা দেলওয়ার হোসেন।
উলিপুর পৌরসভায় মেয়র পদে আটজন, কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন।
কুড়িগ্রাম পৌরসভায় নয়জন কাউন্সিলর পদপ্রার্থী এবং তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ। এই পৌরসভায় মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে নাগেশ্বরী পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াৎ মো. রহমতুল্ল্যা।নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র জমা দেন।