শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় আজ ভোর ৫টার দিকে কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি মাঝপদ্মায় নোঙর করে রাখা হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, কুয়াশা কেটে গেলে সকাল ৮টার দিকে ফেরি পারাপার স্বাভাবিক হয়। এ সময় পাঁচটি ফেরি নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু করে।