গজারিয়ায় পরিবহন ব্যবসায়ীর লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় নিখোঁজের তিন দিন পর নিজ ঘর থেকে পরিবহন ব্যবসায়ী এক যুবকের লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন (২৬)। তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি তেতৈইতলা গ্রামের মৃত সালামত দেওয়ানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোসেন পরিবহন ব্যবসা করতেন এবং বিয়ে না করায় তিনি নিজের বাড়িতে একাই বসবাস করতেন।
গজারিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোসেনের পরিবহনের শ্রমিকরা তিন দিন ধরে তাঁর খোঁজখবর না থাকায় বাড়িতে এসে ঘরের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েত-উল ইসলাম ভূঁইয়া বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’