আইসিটিতে পাঁচ বছরে দুই লাখ কর্মসংস্থান : জয়
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে আইসিটি খাতে দুই লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা আছে সরকারের।
আজ বুধবার সকালে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং (বিপিও) সম্মেলন ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন জয়।
সজীব ওয়াজেদ জয় জানান, ২০২১ সালের মধ্যে বিপিও খাত থেকে এক বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার আয় করার পরিকল্পনা আছে।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশি বিপিও খাত সম্পর্কে ধারণা দেওয়া এবং দেশের তরুণ সমাজকে এই খাতকে কাজের ক্ষেত্র হিসেবে পরিচয় করাতেই শুরু হলো বিপিও সম্মেলন। এ সম্মেলনের আয়োজন করেছে সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয় বলেন, আউটসোর্সিং কাজে সবচেয়ে বড় সুযোগ নিতে পারে দেশের তরুণ সমাজ। আগামী পাঁচ বছরের মধ্যে দেশে আয়ের ক্ষেত্রে গার্মেন্টস শিল্পকে অতিক্রম করবে আইসিটি খাত।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০০৮ সালে মাত্র ৩০০ জনবল নিয়ে আউটসোর্সিং-এর কাজ শুরু হয়। এ মুহূর্তে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের চেয়ারম্যান সানতিয়াগো গুতিয়ারেজ বলেন, আইসিটি সেক্টরে দ্রুত এগিয়ে যাওয়া দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
বুধ ও বৃহস্পতিবার সম্মেলনে মোট ১১টি সেশনে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা।