চট্টগ্রামে ১৫ নৌযানকে জরিমানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/09/photo-1449667712.jpg)
চট্টগ্রাম বন্দর চ্যানেলে নানা অনিয়মের অভিযোগে ১৫টি নৌযানকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি একটি লাইটারেজ জাহাজ থেকে প্রায় দেড় লাখ টাকা বন্দরের বকেয়া আদায় করেছেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এম ভি ইউসুফ আরাফাত ২-কে জরিমানা করা হয়েছে। এ ছাড়া নৌযানগুলোতে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না থাকা, মাস্টারবিহীন জাহাজ চালানো, মাস্টারের সার্টিফিকেট না থাকা, ওভারলোডিং, বে ক্রসিং সাটিফিকেট ছাড়া চলাচল, সার্ভে সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অপরাধে ১৫টি জাহাজকে জরিমানা করা হয়েছে।
জরিমানা করা নৌযানগুলো হলো এমভি রাতুল-২, এমভি রূপ সাহেরা, এমভি এনসি-১, এম ভি পেনাং, এমভি আল ফাহাদ, এমভি বাংলার জিয়াদ, এমভি আল ফোরকানিয়া, এমভি এনসি-১, এমভি আল জাবের, এমভি ওমাইর, এমভি কমল হাসান-১, এমভি মাস্টার সাগর-৭ ও এফভি সাফা ও এমটি প্রেসাস-১।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম জানান, দীর্ঘদিন বন্দরের টাকা বকেয়া রাখায় এমভি নাবিল-২ লাইটারেজ থেকে এক লাখ ২২ হাজার টাকা আদায় করা হয়েছে। নদী ও সমুদ্রপথে মালামাল পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।