বাগেরহাটে ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

বাগেরহাটে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রেজাউল হাওলাদার (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। এ সময়ে ট্রাকের চালকসহ তিনজন আহত হয়। আজ বুধবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের ষাটগুম্বুজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক রেজাউল হাওলাদার ষাটগুম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকার মিরোজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে শরণখোলা থেকে ধানবোঝাই করে খুলনার উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক খুলনা-বাগেরহাট মহাসড়কের ষাটগুম্বুজ এলাকায় পেছন থেকে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। ট্রাকটি খাদে পড়ে গিয়ে ট্রাকের চালক মো. জালাল (৪০), ট্রাক চালকের সহকারী আরিফুল হাওলাদার (১৮) ও মুজিবর রহমান (৪০) আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।