চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থীর আপিল খারিজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/09/photo-1449674715.jpg)
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহনেওয়াজ খান সিনার মনোনয়ন আপিলেও বাতিল হয়েছে।
তবে জেলার চার পৌরসভা নির্বাচনে বাছাইয়ে বাতিল হওয়া ২০ জন কাউন্সিলর ও পাঁচজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে ১৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাতিল হওয়া প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে আপিল শুনানি শেষে এই ঘোষণা দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, এক মেয়র প্রার্থীসহ ২০ জন আপিল করেছিলেন।