সুশীলসমাজ, বাকস্বাধীনতা আক্রান্ত : জাতিসংঘ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/05/photo-1425567547.jpg)
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়েদ রা’আদ আল হুসেইন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় হাইকমিশনারের বার্ষিক প্রতিবেদন প্রকাশের সময় নিজের বক্তব্যে তিনি বাংলাদেশ বিষয়ে এ উদ্বেগ জানান।
বাংলাদেশে বাকস্বাধীনতা হুমকির মধ্যে রয়েছে বলেও মনে করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়েদ রা’আদ আল হুসেইন। তিনি বলেন, ‘সুশীলসমাজ এবং বাকস্বাধীনতাও আক্রান্ত, এটা শুধু চরমপন্থীদের কারণে নয়, কঠোর হাতে প্রশাসনিক জবাবের কারণেও।’
চলমান রাজনৈতিক সহিংস পরিস্থিতির সবচেয়ে সাম্প্রতিক আঘাত হিসেবে লেখক ও ব্লগার অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলার ঘটনার কথা উল্লেখ করেন জায়েদ রা’আদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে ক্রমবর্ধমান সহিংস রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সবশেষ ধাক্কা হলো মুক্তচিন্তার একজন ব্লগার ও তাঁর স্ত্রীর ওপর হামলার ঘটনা।’
এ ছাড়া গত ছয় জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হওয়া নাশকতা-পেট্রলবোমা হামলায় নিহতের ব্যাপারেও উদ্বেগ জানান তিনি। জায়েদ রা’আদ বলেন, ‘রাজনৈতিক দল এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনায় দেশটিতে শিশুসহ অন্তত ৮০ জন মানুষ নিহত হয়েছেন।’ তিনি বলেন, সহিংসতা কমিয়ে আনতে, রাজনৈতিক সংলাপের পথ খুঁজে বের করতে এবং মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিবের মতো আমিও সব রাজনৈতিক দলের প্রতি আবেদন জানাচ্ছি।’
এ সময় বাংলাদেশ, কঙ্গো, মিসর, আর্মেনিয়া, হাঙ্গেরি, ভেনিজুয়েলা, বুরুন্ডি, আজারবাইজানসহ বিশ্বের বিভিন্ন দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র বিষয়ে নিজের গভীর উদ্বেগের কথা জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।
সমাধানের পথ খোঁজার তাগিদ
এদিকে আজ জেনেভায় নিজ দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে সাক্ষাতের সময় বাংলাদেশে চলমান সংকট নিরসনে সমাধানের পথ খুঁজে বের করার প্রতি জোর দেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়েদ রা’আদ আল হুসেইন।
বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়মিতভাবে তাঁর দপ্তর ও বাংলাদেশের স্থায়ী মিশনের মধ্যে তথ্যবিনিময় এবং যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন হুসেইন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ কথা জানিয়েছে।
হুসেইনকে বাংলাদেশের পরিস্থিতি জানাতে গিয়ে মাহমুদ আলী বলেন, বিএনপি-জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ড আইএস এবং অন্যান্য জঙ্গিদের মতো। সরকার দেশের মানুষের জানমাল নিরাপত্তায় কাজ করছে।
পররাষ্ট্রমন্ত্রী হাইকমিশনার হুসেইনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি তা গ্রহণ করে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।
এর আগে দেশের সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এরপর বিভিন্ন সময় তিনি বাংলাদেশ নিয়ে তাঁর উদ্বেগের কথাও জানিয়েছেন। বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন।