প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর প্রশংসা প্রধানমন্ত্রীর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/10/photo-1449745857.jpg)
দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও জাতীয় উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
urgentPhoto
সেই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় ব্রতী হওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।
বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া ৭৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স ও ৪৪তম বিএমএ স্পেশাল কোর্সের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের কুচকাওয়াজে সালাম নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে আপনারা এ দেশের জনগণের সুখ-দুঃখের সমান অংশীদার। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও আমাদের জাতীয় উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার কাজেও সশস্ত্র বাহিনী তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।’
বর্তমান সরকার গত সাত বছরে সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীকে গতিশীল, চৌকষ ও যুগোপযোগী বাহিনীতে পরিণত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানান শেখ হাসিনা। এর ফলে তিন বাহিনীর প্রায়োগিক (অপারেশনাল) সক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলেও জানান শেখ হাসিনা।