আজ মুন্সীগঞ্জ মুক্ত দিবস
আজ ১১ ডিসেম্বর, মুন্সীগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় মুন্সীগঞ্জ জেলা। জয় বাংলা স্লোগানে মুখরিত মিছিলে মিছিলে হাজারো মানুষের ঢল নামে।
১৯৭১ সালের ২৬ মার্চ সকালে মুন্সীগঞ্জ সদর থানার হানাদার ক্যাম্পে অভিযান চালায় মুক্তিপাগল ছেলেরা। দেশমুক্ত করার প্রত্যয়ে হানাদার ক্যাম্পে পাকিস্তানের পতাকা নামিয়ে জয় বাংলা স্লোগানে ওড়ায় মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের পাতাকা।
যুদ্ধকালীন ৯ মে গজারিয়ায় ঘটে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ। রাতের আঁধারে পাকিস্তানি নৌবহর থামে গজারিয়া লঞ্চঘাটে। কিছু না বুঝে ওঠার আগেই হত্যা করা হয় ৩৬০ জন নিরীহ মানুষকে। যুদ্ধের নয় মাস জেলার বিভিন্ন স্থানে চলে ছোট-বড় হত্যাযজ্ঞ। লৌহজংয়ের গোয়ালী মান্দ্রায় সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানি হানাদাররা পরাস্ত হয়।
চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে ১১ ডিসেম্বর ভোর থেকে মুক্তিযোদ্ধারা মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন দিক থেকে হানাদার বাহিনীর সবচেয়ে বড় ক্যাম্প হরগঙ্গা কলেজ ছাত্রাবাসের দিকে এগোতে থাকে। দুপুরের আগেই ক্যাম্পের সব দিক ঘিরে ফেলেন মুক্তিযোদ্ধারা। কোনো কূল-কিনারা খুঁজে না পেয়ে হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। শক্রমুক্ত হয় পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতী-বিধৌত মুন্সীগঞ্জ।