অভিজিৎ হত্যার কারণ বের করা হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/05/photo-1425577983.jpg)
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক, লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার কারণ খুঁজে বের করা হবে।
বার্তা সংস্থা ইউএনবির সাথে আলাপকালে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী চাঞ্চল্যকর এই খুনের ঘটনাটি তদন্ত করছে। এরই মধ্যে সন্দেহভাজন দুজনকে ধরা হয়েছে। অন্যদেরও খুব তাড়াতাড়ি ধরা হবে।
২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অভিজিৎ।
অভিজিৎ হত্যার তদন্তে এফবিআইয়ের বাংলাদেশে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘এফবিআইয়ের সদস্যরা আমাদের গোয়েন্দা সংস্থাকে তদন্তের কাজে সহায়তা করতে এসেছেন। এতে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে।’
সামনে আরো কড়া হরতাল আসছে- বিএনপির এই ধরনের হুমকি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘যতই তাঁরা কঠিন হুমকি দিক, কোনো লাভ নেই। কারণ জনগণ তাদের সঙ্গে নেই।’ তিনি আরো বলেন, বিএনপি জামায়াত হরতাল-অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দেশে যে কোনো হুমকি মোকাবিলায় সচেষ্ট।
দীর্ঘস্থায়ী হরতাল-অবরোধে জনগণ সন্ত্রস্ত কি না, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের আতঙ্ক নেই। সবকিছুই স্বাভাবিক রয়েছে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিসসহ সব কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই হচ্ছে।