পাহাড়ে পর্বত দিবস পালিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/11/photo-1449849194.jpg)
বর্ণিল আয়োজনে পার্বত্য জেলা রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক পর্বত দিবস। দিনটি উপলক্ষে রাঙামাটি শহরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘জীবনমান উন্নয়নে পাহাড়ে উৎপাদিত পণ্যের প্রসার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবারের আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয়।
আজ শুক্রবার সকালে একটি র্যালি রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য সাধন মণি চাকমা। এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ, সদস্য সবীর কুমার চাকমা ও কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রমণী কান্তি চাকমা।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের গুণাগুণ ক্ষতি না করে এ সম্পদকে যথাযথভাবে কাজে লাগানো গেলে পার্বত্য চট্টগ্রামের কৃষির প্রসার ঘটিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। বাইরের উন্নত দেশের মতো আমাদের দেশের পর্বতগুলোকেও কাজে লাগিয়ে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করা সম্ভব।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উৎপাদিত পণ্যগুলো অন্যান্য জেলায় একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। এ অঞ্চলের পতিত পাহাড়গুলোতে উন্নত চাষাবাদের মাধ্যমে ফল ফলাদি, সবজিসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব।