রাঙামাটিতে মেয়র প্রার্থী রবি বিএনপি থেকে বহিষ্কার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/13/photo-1450028869.jpg)
দলীয় সিদ্ধান্তের অমান্য করে মেয়র পদে নির্বাচন থেকে সরে না দাঁড়ানোয় রাঙামাটি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি রবিউল আলম রবিকে বহিষ্কার করেছে বিএনপি।
রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও মনোনয়ন প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু।
রবিউল আলম রবি রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি এর আগের মেয়াদেও কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। একই সঙ্গে তিনি বিএনপির বিগত জেলা কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার বলেন, ‘আমরা তাঁর (রবিউল আলম রবি) সঙ্গে কয়েক দফা বৈঠক করে তাঁকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি অবিবেচকের মতো নিজের সিদ্ধান্তে অনঢ় থাকায় আমরা বাধ্য হয়েই তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ ও কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছি। এখন থেকে তাঁর সঙ্গে বিএনপি বা কোনো সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। তাঁর সঙ্গে যদি দলের কোনো নেতা-কর্মীও কাজ করে, তাঁদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।’ বলে সতর্ক করে দেন তিনি।
বহিষ্কার হওয়া মেয়র পদপ্রার্থী রবিউল আলম রবি এক প্রতিক্রিয়ায় এনটিভি অনলাইনকে জানিয়েছেন, এখনো বহিষ্কারের কাগজ পাননি। পেলে এই বিষয়ে নিজের অবস্থান জানাবেন।