জনগণের কাছে যেতে পারবে না আ. লীগ : আমীর খসরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/15/photo-1450189301.jpg)
চট্টগ্রামে বিএনপির কার্যালয়ে আজ বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ (ডানে)। ছবি : এনটিভি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ আগামী দিনে জনগণের কাছে ফিরে যেতে পারবে না। বর্তমান সরকার কোনো দিন সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে না।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের নসিমন ভবনে দলীয় কার্যালয়ে বিজয় উৎসব উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু।
বক্তব্যে জনগণের ‘ভোটাধিকার ফিরিয়ে আনা’, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জনগণকে সম্পৃক্ত করার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আমীর খসরু।
মহানগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডা. শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, মাহাবুবুল আলম শামীম প্রমুখ।