কালকিনি পৌর নির্বাচনে মান ভেঙেছে আ.লীগের
মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনে অনেক চড়াই-উতরাইয়ের পরে অবশেষে মান ভেঙেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাদের। তাঁরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনায়েত হোসেন হাওলাদারের নৌকা প্রতীকের পক্ষে প্রচার শুরু করেছেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা জানান, পৌর নির্বাচনে আওয়ামী লীগের ছয়জন নেতা দলীয় মনোনয়ন পাওয়ার আশায় চরমভাবে লবিং ও গণসংযোগ চালাতে থাকেন। কিন্তু দলীয় মনোনয়ন পান বর্তমান মেয়র এনায়েত হোসেন হাওলাদার। এতে বঞ্চিতদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। আর দ্বিধাবিভক্ত হয়ে পড়েন কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা। কিন্তু নৌকা প্রতীক বরাদ্দ হওয়ার পরে গ্রুপিং ও দ্বিধাবিভক্তির নিরসন করতে মাদারীপুর জেলা আওয়ামী লীগ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে কয়েক দফা মিটিং করা হয়। এতে মান ভাঙতে শুরু করে দলীয় নেতা-কর্মীদের। তাঁরা বিভেদ ভুলে অবশেষে নৌকার প্রচার শুরু করেন।
দলীয় সূত্র জানায়, মান ভেঙে প্রচারণা শুরু করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক আশ্রাব আলী বেপারী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক সোহেল রানা মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক সরদার নিজামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফরিদ সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক রুহুল আমিন মীর সুজনসহ অন্য নেতারা প্রচারণায় অংশ নেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী বলেন, ‘মান অভিমান ভেঙে অবশেষে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সব নেতা-কর্মী, সমর্থক ঐকবদ্ধ হয়ে নৌকা প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছি।’