খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন খতম, গণস্বাক্ষর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি। কর্মসূচির ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) তৃতীয় দিনের মতো শহরের পৌর মুক্তমঞ্চে সকাল থেকে পবিত্র কোরআন খতম কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে জেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজরা অংশ নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। হাফেজদের সুমধুর তেলাওয়াতের মধ্য দিয়ে প্রয়াত নেত্রীর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
কোরআন খতমের পাশাপাশি সাধারণ মানুষের শোক ও সমবেদনা প্রকাশের সুযোগ করে দিতে জেলা বিএনপির উদ্যোগে শুরু হয়েছে শোক বইতে গণস্বাক্ষর কর্মসূচি। শহরের মুক্তমঞ্চ এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা শোক বইতে স্বাক্ষর করার পাশাপাশি প্রিয় নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিকথা তুলে ধরেন।
কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং সহ-সভাপতি এবিএম মমিনুল হক। এছাড়াও জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া