চট্টগ্রাম ছাত্রলীগ-শিবির সংঘর্ষ : দুই মামলায় আসামি ১৩৪

পুরোনো ছবি
চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মামলা দুটি করেন চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।
urgentPhoto
সকালে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ উদ্দিন আহমেদ বলেন, গতকালের ঘটনায় একটি মামলায় ১৪ জন এবং অপর মামলায় ১২০ জনকে আসামি করে মামলা করা হয়।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১০ জন। এ ঘটনায় চারটি ছাত্রাবাস ও রাতে সরকারি হাজী মুহম্মদ মুহসীন সরকারি কলেজের দুটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে অধ্যক্ষ জেসমিন হক জানান, আজ সকাল ১০টার মধ্যেই ছাত্রীরা হল ছেড়ে চলে গেছে। এর আগে গত রাত ১০টার মধ্যে ছাত্ররা হল ছেড়ে যায়।