ব্রাহ্মণবাড়িয়ায় পিঠামেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠামেলা। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।
নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য উবায়দুল মোক্তাদির চৌধুরী। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. মহসীন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহবুবুল আলম প্রমুখ।
মেলায় মোট ১৬টি স্টল বসে। স্টলগুলোতে নানা জাতের পিঠা প্রদর্শিত হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দিনব্যাপী এ মেলায় মানুষের উপচেপড়া ভিড় ছিল।