মাগুরায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

মাগুরায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার সিরিজদিয়া গ্রামের একটি বেগুনক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত অনামিকা বিশ্বাস (৭) ওই গ্রামের মাঝি মাধব কুমারের মেয়ে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অনামিকার বাবা মাধব কুমার জানান, গতকাল বিকেলে সে বাড়ির পাশে খেলা করতে যায়। কিন্তু সন্ধ্যায়ও ফিরে না আসায় খোঁজাখুঁজি করে পাশের বেগুনক্ষেতে তার লাশ পাওয়া যায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে অনামিকার লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে ওসি কিছু জানাতে পারেননি। তবে তিনি বলেন, ‘শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’