জলাবদ্ধতামুক্ত সাতক্ষীরা পৌরসভার প্রতিশ্রুতি
পৌরবাসীর মুখোমুখি হয়ে নিজেদের প্রত্যাশা ও প্রতিশ্রুতির কথা ব্যক্ত করলেন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে চার মেয়র পদপ্রার্থী। কেন তাঁরা নির্বাচন করছেন কী তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্য তাও তুলে ধরলেন সবার সামনে।
আজ বুধবার বিকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিচিতি ও জনগণের মুখোমুখি অনুষ্ঠান’ শীর্ষক অনুষ্ঠানে প্রার্থীরা এসব কথা জানান। সাতক্ষীরার শহীদ রাজ্জাক পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাসিন্দাদের জলাবদ্ধতামুক্ত পৌরসভা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন মেয়র পদপ্রার্থীরা।
অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাদাত হোসেন, বিএনপির তাজকিন আহমেদ চিশতি, জাতীয় পার্টির শেখ আজহার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু। এতে বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীও উপস্থিত হয়ে নিজেদের পরিচয় দেন।
প্রার্থীদের শপথবাক্য পাঠ করান সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ আবদুল হামিদ। এ সময় আরো বক্তৃতা করেন সনাক সভাপতি অধ্যক্ষ ড. দিলারা বেগম, কাজী শফিকুর রহমান, অ্যাডভোকেট এ কে এম শহিদুল্লাহ প্রমুখ।
সাতক্ষীরা পৌরসভার নাগরিকরা কী ধরনের সুবিধা পাচ্ছেন, কী পাচ্ছেন না তা জানিয়ে প্রার্থীরা আশ্বাস দেন বাসিন্দাদের কল্যাণে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে যা করা দরকার তা তাঁরা করবেন।
উপস্থিত মানুষের করা প্রশ্নের সরাসরি উত্তর দেন মেয়র পদপ্রার্থীরা।
প্রার্থীরা এক ও অভিন্ন ভাষায় বলেন, সাতক্ষীরা পৌরসভায় নাগরিক সুবিধা নেই। জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট, মাদকের থাবা, মাদক চোরাচালান, প্রাণ সায়ের খালে ময়লা আবর্জনার স্তূপ, রাস্তাঘাট অনুন্নত ও কাঁচা এ ধরনের নানা সমস্যা নিজেরাই তুলে ধরেন প্রার্থীরা। দায়িত্ব পেলে সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা করে এসব সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দেন তাঁরা।
একটি শিশু পার্ক স্থাপন, ছিন্নমূল মানুষের জন্য আবাসন ব্যবস্থা, নিউমার্কেট ঢেলে সাজানো ও সুপেয় পানির ব্যবস্থা, ময়লা পানি ও পয়োনিষ্কাশন সুবিধার জন্য সাতক্ষীরা খালটি সচল করারও প্রতিশ্রুতি এসেছে প্রার্থীদের কাছ থেকে।